শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
Led02রাজনীতি

নির্বাচিত হলে সোনারগাঁয়ে আমার কাজ হবে শিক্ষার মানউন্নয়ন করা: গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবে। তিনি বলেন, স্বৈরাচারের কবল থেকে এই দেশকে রক্ষা করে জনগণের জন্য কাজ করতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁও পৌরসভা এলাকায় তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাষ্ট্রের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল কোনটি—আজকে যদি কাউকে প্রশ্ন করা হয়, যে বিএনপিকে ঘৃণা করে সেও বলবে বিএনপি।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর এই দলের নেতৃত্ব দিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, যিনি বিগত স্বৈরাচারের আমলে ১৬ বছর আন্দোলন সংগ্রামের পথ দেখিয়েছেন।

বর্তমান সরকারের সমালোচনা করে গিয়াসউদ্দিন বলেন, “শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। সব থেকে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও হত্যা-গুম-খুনের শিকার হয়েছে বিএনপি নেতারা। আমরা কখনো স্বৈরাচারের কাছে মাথানত করিনি।”

আগামী নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেন, “স্বৈরাচার যেভাবে এই দেশকে ধ্বংসস্তূপ বানিয়েছে, সেখান থেকে এই দেশকে রক্ষা করতে হবে। কিভাবে জনগণ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সেই ৩১ দফা কর্মসূচি দিয়ে রাষ্ট্র মেরামতের জন্য প্রোগ্রাম দিয়েছেন তারেক রহমান। আমাদের দল ক্ষমতায় আসলে এই ৩১ দফার মাধ্যমে বিধ্বস্ত বাংলাদেশকে আবার গড়ে তুলবো।”

নারায়ণগঞ্জ-৩ আসনের প্রসঙ্গে তিনি বলেন, “আমি এমপি হবো কিনা বা দল আমাকে মনোনয়ন দেবে কিনা, সেটা বড় কথা না। সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও একসাথে হয়ে নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ আসন হয়েছে। সিদ্ধিরগঞ্জে রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সেভাবে সোনারগাঁও উন্নয়ন হয়নি। সোনারগাঁয়ে আসলে রাস্তাঘাট দেখলে অনেক কষ্ট হয়।”

তিনি সোনারগাঁওয়ের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছেন উল্লেখ করে বলেন, “সর্বপ্রথম সোনারগাঁয়ে আমার কাজ হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানউন্নয়নে ও পরিবেশ উন্নয়নে কাজ করা। ইতোমধ্যে গিয়াসউদ্দিন ফাইন্ডেশন সোনারগাঁয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে।”

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর এবং বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম মুকুল। এছাড়া বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email