শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
Led03রাজনীতি

যদি জামায়াত ইসলামী বিজয় হয়,দেশে কোন ধরনের অভাব থাকবে না: মঈনুদ্দিন

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: দেশে ইসলামের বিজয় হলে জনগণ ন্যায় বিচার পাবে এবং কোনো অভাব থাকবে না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী মহানগরীর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম’আ নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “দেশে ইসলামের বিজয় হলে, কুরআনের বিজয় হলে, আল্লাহ যদি জামায়াত ইসলামীকে দেশের দায়িত্ব পালন করার সুযোগ দেন, তাহলে দেশের সকল মানুষ ন্যায় বিচার পাবে, শান্তিতে থাকবে, দেশে আর কোনো ধরনের অভাব থাকবে না।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের কল্যাণে কাজ করতে জামায়াতের সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং কুরআনের আলোয় আলোকিত হতে জামায়াতকে নির্বাচিত করতে হবে।

এই সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

RSS
Follow by Email