শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
Led04রাজনীতি

৫-দফা দাবিতে না.গঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

# যদি জামায়াত ইসলামী বিজয় হয়,দেশে কোন ধরনের অভাব থাকবে না: মঈনুদ্দিন
# ফাইনালি ভাবে পিআর পদ্ধতি রাখার দাবি জানাই: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫-দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম’আ শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে নবাব সলিমুল্লাহ সড়ক ধরে শহরের প্রধান সড়কগুলোতে পদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “দেশে ইসলামের বিজয় হলে, কুরআনের বিজয় হলে, আল্লাহ যদি জামায়াত ইসলামীকে দেশের দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে দেশের সকল মানুষ ন্যায় বিচার পাবে, শান্তিতে থাকবে, দেশে আর কোনো ধরনের অভাব থাকবে না।” তিনি মানুষের কল্যাণে কাজ করতে জামায়াতের সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার এবং কুরআনের আলোয় আলোকিত হতে জামায়াতকে নির্বাচিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “দেশের সাধারণ মানুষ এবার পরিবর্তন চায়, পতিত স্বৈরাচারী সরকারের মতো আর কোনো ভোট ডাকাতি দেখতে চায় না।” তিনি নির্বাচন কমিশনকে পিআর পদ্ধতি আমলে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ফাইনালি ভাবে পিআর পদ্ধতি রাখার দাবি জানান।

তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা নির্বাচন, নির্বাচন করছেন, আগের মতো যদি ভোট ডাকাতি হয়ে যায়, আগের মতো যদি সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা হয়, এটি বাংলাদেশের আর কেউ মেনে নেবে না।” সংস্কার ছাড়া নির্বাচনের জিকিরকারীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের পার্শ্ববর্তী দেশে একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা হচ্ছে, যেনতেনো করে বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে আবার একটি দলকে নির্বাচিত করে স্বৈরাচারী করে গড়ে তোলা। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর মেনে নেবে না।”

মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রোগামে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আবদুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

RSS
Follow by Email