শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
Led02রাজনীতি

এমপি হওয়ার আগেই গডফাদার:এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্থানীয় রাজনীতি এবং মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতার রাজনীতিতে এখন এমন এক ধারা শুরু হয়েছে, যেখানে অনেকে জনপ্রতিনিধি হওয়ার আগেই অর্থাৎ এমপি মনোনয়ন পাওয়ার আগেই ‘গডফাদার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই মন্তব্য করে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

অ্যাডভোকেট টিপু তাঁর স্ট্যাটাসে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন: “বিগত দিনে অনেকে এমপি হওয়ার পর গডফাদার হয়েছেন, আর বর্তমানে অনেকে এমপি মনোনয়ন পাওয়ার আগেই গডফাদার হয়ে যাচ্ছেন। বিষয়টি শুভকর নয়!”

তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে স্থানীয় পর্যায়ে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে মনোনয়ন নিশ্চিত করতে চাওয়া ব্যক্তিদের সমালোচনা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণত, ‘গডফাদার’ শব্দটি রাজনীতিতে অবৈধ প্রভাব, পেশীশক্তি, এবং অনৈতিক উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

RSS
Follow by Email