শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
Led03রাজনীতি

ছাত্র ফেডারেশনের নতুন নেতৃত্বে গণঅভ্যুত্থানের যোদ্ধা সাঈদুর-সৌরভ

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ রাজপথ কাঁপানো সেই দুই সাহসী তরুণ, সাঈদুর রহমান এবং সৌরভ সেন-এর হাতেই এলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃত্ব। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ‘নতুন বাংলাদেশের’ স্বপ্নকে সাংগঠনিক শক্তিতে রূপ দিতে সংগঠনের ৯ম জেলা সম্মেলনে সাঈদুর রহমানকে সভাপতি এবং সৌরভ সেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে।

অপরাধ জগতের পতন থেকে শুরু করে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো—আন্দোলনে তাদের সাহসী ভূমিকার ফলস্বরূপ এই দুই যোগ্য নেতার হাতে নেতৃত্বের ভার আসায় নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে।

২৫ সেপ্টেম্বর জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে দুপুর ১টায় ৯ম জেলা সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী সভাপতি ফারহানা মানিক মুনা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা-এর সঞ্চালনায় অধিবেশন শুরু হয়। কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব বিশেষভাবে উপস্থিত ছিলেন।

মুক্তি-সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর ৯ম জেলা সম্মেলনের খসড়া রিপোর্ট উত্থাপন করা হয়। রিপোর্টে আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় রাজনীতির গভীর পর্যালোচনা স্থান পায়। পরবর্তীতে জেলা প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৪টি সদস্যপদ খালি রেখে মোট ২১ সদস্যবিশিষ্ট ৯ম জেলা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি সাঈদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন—উভয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের নেতৃত্বেই নারায়ণগঞ্জে আন্দোলন গতি পেয়েছিল এবং ছাত্র সমাজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল।

ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা জানান, তাদের নেতৃত্বেই নারায়ণগঞ্জে অপরাধ জগতের পতনের আন্দোলন জোরদার হয়েছিল। জুলাই আন্দোলনের পর তারা নিহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিনের এই মানবিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কারণে এই দুই নেতার হাতেই এখন সংগঠনের নেতৃত্বের যাত্রা শুরু হলো।

RSS
Follow by Email