ঘরে ঘরে ডেঙ্গুর প্রভাব, আরও ৬জন নতুন শনাক্ত
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে হলেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৬৫ জনে উন্নীত হলো।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
নতুন শনাক্ত হওয়া ৬ জন ডেঙ্গু রোগী বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁয়ের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিশেষ করে চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত মোট ৩৫২ জন রোগী শনাক্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ মাস হিসেবে চিহ্নিত হয়েছে।
যদিও গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং চলতি বছরে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে, তবুও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর তারা নিশ্চিত করেনি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু রোগীর ঢাকা বা অন্য কোথাও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনগণকে বেশ কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে, মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কোথাও যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখা ও জমে থাকা পানি অপসারণ করা। মশার লার্ভা ধ্বংস করা। নিয়মিত মশারি ব্যবহার করা।
একই সাথে, এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণাও চালানো হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।