জামায়াত ক্ষমতায় এলে মাদকের মূল উৎপাটন নির্মূল করা হবে: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের জন্য কেউ কাজ করেনি, বরং ক্ষমতায় থাকা ব্যক্তিরা নিজেদের পকেট ভারী করেছে—এমন অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, তারা নির্বাচিত হলে প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এই মন্তব্য করেছেন।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের খালপাড়, চিতাশাল ও নূরবাগ এলাকায় গণসংযোগ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “স্বাধীনতার ৫২ বছর পরে এসেও যদি অপরিকল্পিত ড্রেন ও খালের কাজ করতে হয়, তাহলে এই দেশ এগিয়ে যাবে কীভাবে? মূলত স্বাধীনতার পর থেকে কেউ-ই দেশের জন্য কাজ করেনি।”
তিনি জামায়াতের স্বচ্ছতার উদাহরণ টেনে বলেন, “আপনারা ইতোপূর্বে আমাদের দু’জন মন্ত্রীর কাজ দেখেছেন, যাদের দুই টাকার দুর্নীতি কেউ বের করতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে প্রতিটি কাজের জবাবদিহিতা থাকবে।”
আবদুল জব্বার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পতিত স্বৈরাচারী সরকার দেশে যেভাবে মাদক ও সন্ত্রাস প্রচলিত করে গেছে, বর্তমানে তা ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তিনি অঙ্গীকার করেন, জামায়াত ক্ষমতায় এলে মাদকের মূল উৎপাটন নির্মূল করা হবে।
এসময় তিনি অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার নিশ্চিত করা হবে এবং নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফতুল্লা এলাকার মানুষের প্রধান সমস্যা হিসেবে তিনি জলাবদ্ধতাকে এক নম্বর কাজ হিসেবে উল্লেখ করেন। এছাড়া মাদক, কিশোর গ্যাং ও মশক নিধনের মতো সমস্যা সমাধানেও অগ্রণী ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।
উক্ত গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাসেম, থানা সেক্রেটারি হাফেজএনামুল হক, অধ্যাপক হুমায়ুন কবির, অধ্যক্ষ অলিউল্লাহ, নুরুন্নবী পলাশ সহ কয়েকশত স্থানীয় ও জামায়াত নেতৃবৃন্দ।