শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
সদর

সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো মহিলা পরিষদের সাংগঠনিক মাস

লাইভ নারায়ণগঞ্জ: ‘তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’—এই স্লোগানকে সামনে রেখে সফলভাবে সাংগঠনিক মাস-এর সমাপনী অনুষ্ঠান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। মাসব্যাপী বিস্তৃত এই কর্মসূচির মাধ্যমে সারা জেলায় সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কার্যালয় প্রাঙ্গণে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।

জাতীয় সঙ্গীত এবং নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। মহিলা পরিষদের উপদেষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী নিয়োগী সহ সদস্য শিল্পী দীপা ও মল্লিকা সঙ্গীত পরিবেশন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশব্যাপী সাংগঠনিক মাস পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাও উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন, তরুণীদের নিয়ে আলোচনা, কর্মীসভা, রচনা প্রতিযোগিতা এবং স্কুলের ছাত্রীদের সাথে মতবিনিময় সহ নানা কর্মসূচির মাধ্যমে মাসটি পালন করেছে।

বক্তারা আরও জানান, শহর ও পাড়ার সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা গেছে এবং এই কর্মসূচি এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে। তরুণ-তরুণী, নারী-পুরুষ সকলে এই উদ্যোগের প্রশংসা করেছে।

আলোচনায় অংশ নেন জেলার সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকনা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা এবং এলজিইডির জেন্ডার বিষয়ক কর্মসূচি সংগঠক নাসিমা আক্তার।

বক্তারা সকল কর্মী-সংগঠকদের প্রতি আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email