বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
Led03রাজনীতিস্বাস্থ্য

জাতি-সমাজের কল্যাণে কাজ করাই নবীন প্রজন্মের দায়িত্ব: সাবেক কাউন্সিলর ইকবাল

লাইভ নারায়ণগঞ্জ: সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, সু-শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হয়ে দেশের জনগণ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করাই নবীন প্রজন্মের প্রধান দায়িত্ব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি নৈতিক শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, “সু-শিক্ষা গ্রহণ করে সুন্দর একটি বাংলাদেশ গড়তে কাজ করতে হবে, দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে হবে, এবং নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।”

মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং দাতা সদস্য মোহাম্মদ আলীর পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এস,এম, খবির উদ্দিন, নুর মোহাম্মদ, দাতা সদস্য জাকির হোসেন ও মিজমিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

RSS
Follow by Email