মুড়াপাড়া কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি মুড়াপাড়া কলেজ শাখা। তাদের দাবি, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য ছাত্র সংসদের নির্বাচন অপরিহার্য।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি আব্দুর রহমান (সজিব)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শোয়াইব আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কলেজের ভিপি পদপ্রার্থী মুহাম্মাদ আলী (শান্ত)।
তিনি বলেন, “সরকারি মুড়াপাড়া কলেজ রূপগঞ্জ উপজেলার একমাত্র সরকারি কলেজ হওয়ায় শিক্ষার্থীদের প্রথম পছন্দ। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নতুন নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদের বিকল্প নেই।” দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান আলী। তিনি মন্তব্য করেন, “অতীতে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে অপরাজনীতি হয়েছে। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হলে ছাত্র সংসদ নির্বাচন জরুরি।”
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও তফসিল ঘোষণার জোর দাবি জানান। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচারণা, ভোটগ্রহণ ও ফল প্রকাশের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ। ছাত্র সংসদ কক্ষ ও ভবনের সংস্কারসহ নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত করা। কলেজ কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।