না.গঞ্জে রিচার্ড ‘দল পাল্টালেই আ.লীগ দোসররা হেদায়েতপ্রাপ্ত হয়ে যাচ্ছে’
লাইভ নারায়ণগঞ্জ: গণঅভ্যুত্থানের মাধ্যমে জালিমের পতন হলেও দেশের শিক্ষা ও শাসন ব্যবস্থায় সেই ‘জালিমের ব্যবস্থা’ এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শিক্ষা খাতে বরাদ্দহীনতা, বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে দুইদিনব্যাপী নবম জেলা সম্মেলনের উদ্বোধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা-এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মশিউর রহমান রিচার্ড। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে মশিউর রহমান রিচার্ড বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তা এখনো বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, পথশিশুরা এখনো অধিকার ও শিক্ষাবঞ্চিত। শিক্ষা খাতে কোনো নতুন বরাদ্দ নেই এবং পূর্ববর্তী সরকারের তৈরি করা নীতিগুলোই বহাল রয়েছে।
তিনি আরও বলেন, “শিক্ষা শেষে শিক্ষার্থীদের চাকরির কোনো নিশ্চয়তা এই সরকার দিতে পারেনি। বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে তারা নিজেদের নগদ নারায়ণ প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার্থীদের স্বার্থকে পদদলিত করছে।”
বিচার ব্যবস্থার প্রতি সন্দেহ প্রকাশ করে রিচার্ড বলেন, যারা ১৫ বছর ধরে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, সেই গোষ্ঠীকে পুনর্বাসনের চেষ্টা চলছে। “দল পাল্টালেই আওয়ামিলীগ দোসররা হেদায়েতপ্রাপ্ত হয়ে যাচ্ছে—এই মুনাফেকি রাজনীতি অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি,” মন্তব্য করেন তিনি।
এই ‘রাবণের লঙ্কা’ পরিবর্তন করতে ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। তৃণমূল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি অবিলম্বে প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। একই সঙ্গে, সর্বোচ্চ কর দেওয়া জেলা নারায়ণগঞ্জের জন্য একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণেরও দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, “আওয়ামী শাসনে দাঁড়িয়েও ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের জন্য লড়াই করছে।” তিনি জানান, পুরো শিক্ষাব্যবস্থা এক দলীয়পনায় নিয়োজিত হয়েছে, যা থেকে পরিত্রাণের জন্য অভ্যুত্থান আবশ্যক ছিল।
তিনি দৃঢ়তার সাথে বলেন, ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে, সকল বৈষম্যের বিপরীতে নারায়ণগঞ্জের প্রত্যেক শিশুর শিক্ষা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং নামক অপরাজনীতির কবল থেকে কিশোরদের রক্ষা করে শহরের শক্তিতে রূপান্তরের লক্ষ্যে লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ।
উদ্বোধন পরবর্তীতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি সম্মেলন র্যালী বের হয়। র্যালীটি চাষাঢ়া চত্ত্বর পেরিয়ে ডাক বাংলোতে এসে সমাপ্ত হয়।