বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
Led02আদালতসদর

মসজিদের পাশে ফেনসিডিল বিক্রি: ১২ বছর পর দুইজনের যাবজ্জীবন

লাইভ নারায়ণগঞ্জ: ২০১৩ সালে নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর মসিনাবন্দ জামে মসজিদের উত্তর পাশে ১৫৬ বোতল ফেনসিডিল বেচাকেনার সময় হাতেনাতে আটক হওয়া দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এম. এ. সাইদ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: ফতুল্লার কাশিপুর এলাকার রনি (৪০) এবং নসিংপুর এলাকার বশির। আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৩ সালের ৪ মে এই ঘটনা ঘটেছিল। আসামিদের ফেনসিডিলসহ হাতেনাতে আটকের পর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই কঠোর রায় ঘোষণা করলেন।

RSS
Follow by Email