মসজিদের পাশে ফেনসিডিল বিক্রি: ১২ বছর পর দুইজনের যাবজ্জীবন
লাইভ নারায়ণগঞ্জ: ২০১৩ সালে নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর মসিনাবন্দ জামে মসজিদের উত্তর পাশে ১৫৬ বোতল ফেনসিডিল বেচাকেনার সময় হাতেনাতে আটক হওয়া দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এম. এ. সাইদ এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: ফতুল্লার কাশিপুর এলাকার রনি (৪০) এবং নসিংপুর এলাকার বশির। আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৩ সালের ৪ মে এই ঘটনা ঘটেছিল। আসামিদের ফেনসিডিলসহ হাতেনাতে আটকের পর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই কঠোর রায় ঘোষণা করলেন।