বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Led03ধর্ম

সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ৫২টি মণ্ডপে এনসিসির আর্থিক উপহার

লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা সমাগত। এই আনন্দ উৎসবে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবার মোট ৫২টি মণ্ডপকে আর্থিক উপহার হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের ৫ম তলার সভাকক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ নিজ হাতে পূজা কমিটির আয়োজকদের হাতে এই অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এবং অন্যান্য সিটি কর্পোরেশন কর্মকর্তা ও পূজা আয়োজকরা।

অনুষ্ঠানে প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “পূজা আয়োজনে সিটি কর্পোরেশন তার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবে। আমরা আশা করছি, আগামীতে এই অনুদানের পরিমাণ আরও বাড়াতে পারব, যাতে উৎসব আরও জমকালো হয়।”

তিনি আরও বলেন, “পূজা মণ্ডপের আশপাশের ছোটখাটো ভাঙা রাস্তা বা ড্রেনগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উৎসব চলাকালীন এবং পরে মণ্ডপের আশপাশ থেকে ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সিটি কর্পোরেশনের এই উদ্যোগে পূজা কমিটিগুলোর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী আর্থিক অনুদান পাওয়ায় আয়োজকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। এই অনুদান দুর্গাপূজার আয়োজনকে আরও সুশৃঙ্খল এবং সুন্দর করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই উদ্যোগটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

RSS
Follow by Email