বিএনপিতে যোগদানে শিল্পপতি মাসুদকে ফুল দিয়ে স্বাগত জানালেন সাদরিল
লাইভ নারায়ণগঞ্জ: সম্প্রতি বিএনপির রাজনৈতিক অঙ্গনে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ। তার এই যোগদানের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় মাসুদের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল তুলে দিয়ে মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
তার এই যোগদানের পরদিন জিএম সাদরিল তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে মডেল গ্রুপে যান। জিএম সাদরিল হলেন সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি। এ সময় তাদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জিএম সাদরিলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক মো. রবিন, সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সহ-দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ রনি এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেলিম শেখ।
মাসুদুজ্জামান মাসুদের যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ছায়েদুল আলম বাবুল, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জেলা যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।