সিদ্ধিরগঞ্জে পুকুর ডুবে শিশু আহত, হাসপাতালে মৃত
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিমরাইল এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত সাইফা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে।
কাঁচপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর তারা পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করতে সক্ষম হন।
অজ্ঞান অবস্থায় শিশুটিকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।