ফতুল্লায় বেপরোয়া ইজিবাইকে প্রাণ গেলো শিশুর
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় একটি ইজিবাইকের ধাক্কায় চার বছর বয়সী শিশু মো. আব্দুল্লাহ নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেপরোয়া গতির কারণে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) দ্রুতগতিতে ইজিবাইক চালাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা শিশু আব্দুল্লাহকে তিনি ধাক্কা দেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। ঘটনার পর চালক নিজেই স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু মো. আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত।
খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহত শিশুর পরিবার কোনো মামলা করতে রাজি হয়নি। ফলে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।