ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, পরিবারের অভিযোগ হত্যা
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ঋতু আক্তার (২২) নামে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী মাসুম মিয়াকে সন্দেহ করা হচ্ছে। মাসুম ফোন করে শ্বশুরকে ঋতুর আত্মহত্যার খবর দিলেও ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে গেছেন। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং তাকে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ঋতুর স্বামী মাসুম তার শ্বশুর মো. কাশেম মিয়াকে ফোন করে জানান যে ঋতু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কাশেম মিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান, তাদের ভাড়া বাসার বাইরে তালা ঝুলছে। পরে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কে মাসুম ও ঋতুর বিয়ে হয়। দুই মাস আগে তারা এই বাসায় ভাড়া ওঠেন। তবে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান।
নিহতের বাবা মো. কাশেম মিয়া দৃঢ়ভাবে অভিযোগ করেন, “আমার মেয়েকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছে।”
এ বিষয়ে ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার বলেন, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ—হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও জানান, পুলিশ মাসুম মিয়াকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।