মুন্সিগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বন্দরে গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোস্তাকিম (২৭)।সে হাজরাদী চাঁনপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
বন্দর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) খাইরুল বাশারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার রাতে মোস্তাকিমকে গ্রেফতার করতে সক্ষম হন। মোস্তাকিম গজারিয়া থানার ১০(১)২৪ নম্বর মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারের পর তাকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।