বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
Led03রাজনীতি

যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের উপর হামলা প্রতিবাদে না.গঞ্জে বিক্ষোভ সভা

# ফ্যাসিস্টদের উপযুক্ত শাস্তি হলে এভাবে দাঁড়াতে হতো না: তনু

লাইভ নারায়ণগঞ্জ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জে বিক্ষোভ হয়েছে । মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির জেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া থেকে শুরু হয়ে মিছিলটি বিবি রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তাদের কঠোর হুঁশিয়ারি ছিল, নারায়ণগঞ্জে কোনো ‘ফ্যাসিস্টদের’ জায়গা হবে না।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনু প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “ফ্যাসিস্টদের যদি উপযুক্ত শাস্তি হতো, তাহলে আজকে আমাদের এভাবে দাঁড়াতে হতো না। ফ্যাসিস্টরা আপনাদের ব্যবহার করেছে, আমরা ব্যবহার করতে চাই না।” তিনি বলেন, “ওরা আপনাদের সামনে রেখে পালিয়ে গেছে, আর আজকে তারাই সুবিধা নিতে চাইছে। সুতরাং, আপনারা আপনাদের কাজ করুন। ব্যবহৃত না হয়ে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসুন।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে ফ্যাসিস্টদের লোকজন আপনাদের (প্রশাসন) এবং রাজনৈতিক বড়-বড় নেতাদের সঙ্গে কথা বলছে, যা হবার কথা নয়। যদি এটি হয়, তাহলে আমরা তার ব্যবস্থা নিতে পারব।” তিনি হুঁশিয়ারি দেন, “আমরা সংখ্যায় কম দাঁড়াই, কিন্তু মাঠে নামলে সংখ্যায় কম থাকি না।”

আহমেদুর রহমান তনু বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মুখে আঙুল দিয়ে দেশ চালাতে চায়।” তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “নারায়ণগঞ্জে কোনো ফ্যাসিস্টদের জায়গা হবে না। এবং যারা ফ্যাসিস্টদের আশ্রয় ও সুবিধা দিচ্ছেন, আমরা তাদেরও দেখছি। কোন উপজেলা ও এলাকায় কে কী করছেন, সবই আমরা দেখছি।” তিনি আরও যোগ করেন, “আপনাদের (প্রশাসন) জন্য কষ্ট হয় যে, ১৭ বছর আপনারা কী কষ্ট করেছেন, আর আজকে কী করছেন? আপনাদের কাছ থেকে এটি আমরা প্রত্যাশা করি না।”

বক্তব্যের একপর্যায়ে তিনি আমেরিকান অ্যাম্বাসির আইন ও শাসন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম, কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, সংগঠক নিরব রায়হান, জেলা কমিটির সদস্য লুবনা রহমান, তানজিমুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, মোসা. সোনিয়া আক্তার (লুবনা), সোহেল খান সিদ্দিক, ফারদিন শেখ, মোস্তফা, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়াসহ আরও অনেকে।

RSS
Follow by Email