বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
Led05রাজনীতি

নবাগত পুলিশ সুপারের সাথে জামায়াতে ইসলামীর সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জামায়াতের নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শহরের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মহানগর আমির মাওলানা আবদুল জব্বার পুলিশ সুপারকে সৌজন্য উপহার হিসেবে একটি বই উপহার দেন এবং নারায়ণগঞ্জের জনগণের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান। এ সময় জামায়াতের নেতারা প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এই শহরকে যানজট, মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে কার্যকর পরিকল্পনা জোরদার করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহাম্মদ, মহানগর আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামি ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি অমিত হাসান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন এবং অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু প্রমুখ।

RSS
Follow by Email