দুর্গাপূজায় নারী ও শিশু নিরাপত্তায় মহিলা পরিষদের স্মারকলিপি
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এক স্মারকলিপি পেশ করে এই দাবি জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি দল বেলা ১২টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে। তারা বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে এই উৎসব যেন সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। নারী ও শিশুরা যাতে নিরাপদে উৎসবে অংশ নিতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।
মহিলা পরিষদ তাদের স্মারকলিপিতে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিকে সম্মান জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্মারকলিপি গ্রহণ করেন এবং পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। মহিলা পরিষদ আশা প্রকাশ করে, প্রশাসনের সহায়তায় এই বছর দুর্গাপূজা আনন্দময় হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন, প্রচার সম্পাদক রোজী আবেদিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ এবং সদস্য কাউসার আক্তার পান্না।