বন্দরে ক্রিকেট টুর্নামেন্টে অনুদান দিলেন মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: বন্দর এলাকায় আয়োজিত “টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট (বাইক কাপ)”-এ অনুদান দিয়ে ক্রীড়া বিকাশে নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তার পক্ষ থেকে এই অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান প্রদানের সময় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক ইসালউদ্দিন বলেন, “মাসুদুজ্জামান মাসুদ একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিকের পাশাপাশি একজন নিবেদিত প্রাণ ক্রীড়াপ্রেমী। তিনি সব সময় তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছেন। এই টুর্নামেন্টে তার পক্ষ থেকে অনুদান প্রদানের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, তিনি তরুণদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”
এই আয়োজনটিকে কেবল একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং একটি সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা।
অনুদান প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন এবং অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু।