ধর্মীয়-গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি, ডিসি বরাবর স্মারকলিপি
লাইভ নারায়ণগঞ্জ: দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংগঠনের সভাপতি মুফতি আব্দুল হাকিম আদ-দিফায়ী ও সাধারণ সম্পাদক মুফতি আল আমিন শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রের ধর্ম ইসলাম। তাই আগামী প্রজন্মকে সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব। প্রাথমিক স্তর একটি শিশুর জীবনের ভিত্তি, যেখানে নৈতিকতা গঠনের জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।
স্মারকলিপিতে তারা চারটি দাবি তুলে ধরেন: ১. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। ২. গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। ৩. শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিত করতে ধর্মীয় পাঠ্যক্রমকে আরও শক্তিশালী ও বাধ্যতামূলক করতে হবে। ৪. জাতীয় শিক্ষানীতি প্রণয়নে আলেম সমাজের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
জেলা সভাপতি মুফতি আব্দুল হাকিম আদ-দিফায়ী বলেন, “আমরা আশা করি, সরকার অবিলম্বে এই ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায়, দেশের ধর্মপ্রাণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”