মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা, ১৪ বছর পর বন্দরে গ্রেপ্তার খুনি স্বামী

লাইভ নারায়ণগঞ্জ: প্রায় ১৪ বছর আগে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে হত্যা করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক অভিযুক্তকে অবশেষে আটক করেছে র‍্যাব-১১। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারীর পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দর দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামীর নাম মো. শফিক মিয়া (৪৫)।

ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে। সোনারগাঁ থানাধীন কাঁচপুরের পুরাতন বাজার এলাকার জনৈক করিম খানের ভাড়া বাসায় স্ত্রী সখিনা বেগমের সাথে বসবাস করতেন মো. শফিক মিয়া। প্রায়ই শফিক মিয়া যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সখিনা বেগমের পিতার আর্থিক অবস্থা ভালো না থাকায় যৌতুকের টাকা দেওয়া সম্ভব ছিল না। এরই জেরে ১৪ সেপ্টেম্বর রাত ১টার পর ক্ষিপ্ত হয়ে শফিক তার স্ত্রী সখিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে বোনের মৃতদেহ দেখতে পান।

এই নৃশংস ঘটনার পরদিন ১৫ সেপ্টেম্বর নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ ১৫/০৯/২০১১। মামলার বিচার শেষে বিজ্ঞ আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে শফিক মিয়া পলাতক ছিলেন।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে র‍্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ একটি দল মঙ্গলবার অভিযান চালিয়ে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে অভিযুক্ত শফিক মিয়াকে আটক করে। আটককৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email