আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ: ৩ ফার্মেসিতে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে আড়াইহাজার উপজেলায় তিনটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আড়াইহাজার বাজারে পরিচালিত এক আকস্মিক অভিযানে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর বিধান অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এই তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
অভিযানে মজিবুর রহমান ফার্মেসী, প্রাইম মেডিসিন এবং মেডিসিন প্লাস নামের প্রতিষ্ঠান তিনটিকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।