মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালিয়ে রনি (২৮) নামের ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রনি সিদ্ধিরগঞ্জ থানার ধনু হাজী রোড এলাকার উসমান গনির ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় রনিকে ৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email