মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
জেলাজুড়েসোশ্যাল মিডিয়া

১১ দফা দাবিতে এনসিসি প্রশাসকের কাছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরবাসীর দুর্ভোগ লাঘবে কদম রসূল সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু ও চলমান রাখাসহ শহরের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে ১১ দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামে একটি সংগঠন। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুর উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এনসিসি প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহর কাছে এই স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে কদম রসূল সেতুর প্রয়োজনীয় র‍্যাম্প পরিবর্তন করে নির্মাণকাজ দ্রুত শুরু করা ও চলমান রাখা, মেট্রো রেল প্রকল্পে নারায়ণগঞ্জ সদর ও মদনপুরকে সংযুক্ত করা, রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের কচুরিপানা ও ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার রাখা, শহরের সব সড়ক বাতি সচল রাখা, মীরজুমলা রোড, সিরাজদ্দৌলা রোড ও শায়েস্তা খান রোড সম্পূর্ণ হকার মুক্ত করা, ২নং গেটের মোড়ে উল্টো পথে যান চলাচল বন্ধ করা, বঙ্গবন্ধু সড়কের বিভাজকের দুই পাশেই গাড়ি চলাচল নিশ্চিত করা, ২নং রেল গেট থেকে বাস স্টপেজ অপসারণ ও হকারমুক্ত করা, ২নং গেট থেকে উত্তরে ২নং রেল গেট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের রাস্তাটি ১০/১৫ ফুট প্রশস্ত করা, চাষাঢ়া মোড়ে অবৈধ মিশুক ও সিএনজি স্টেশন অপসারণ করা এবং ২নং রেল গেট থেকে রেল লাইনের পাশ দিয়ে চাষাঢ়া পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার ও যান চলাচলে উন্মুক্ত করার দাবি জানানো হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ গভীর মনোযোগের সঙ্গে দাবিগুলো শোনেন এবং এগুলোকে ‘যৌক্তিক’ বলে মন্তব্য করেন। তিনি স্মারকলিপি গ্রহণ করে দ্রুত সমস্যাগুলো সমাধানে সচেষ্ট থাকার আশ্বাস দেন। সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দল নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা সমাধানে তার অবদান কামনা করেন।

স্মারকলিপি দাখিলের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও হাজী মো. রমজান উল রশীদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সদস্য হাজী লোকমান আহমেদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান এবং সাংবাদিক আব্দুল লতিফ রানাসহ অন্যান্যরা।

RSS
Follow by Email