মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
Led03আদালত

শব্দদূষণ বন্ধে অভিযান, পাঁচটি যানবাহনকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে এবং পাঁচটি উচ্চমাত্রার হর্ন জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এবং সেগুফতা মেহনাজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম এসময় প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও যানবাহনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email