সোনারগাঁয়ে যুবক আটক, ৩ কেজি গাঁজা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলায় তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মেঘনা টোল প্লাজা সংলগ্ন একটি তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম প্রসেনজিৎ (২০), যিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শরিফুল ইসলাম তার দল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অবস্থান করছিলেন। সন্দেহজনক বিভিন্ন গাড়ি তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসকে থামানো হয়। বাসটি থেকে একজন পুরুষ দ্রুত নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। তার কাছ থেকে তিনটি প্যাকেটে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।