সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
Led01Led02রাজনীতি

না.গঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘অতীতের চেয়ে বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে দুর্গাপূজা’

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি ছাড়াই এবার পূজা অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর)সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, “এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।”

গতবারের চেয়ে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে এবার ৩৩ হাজারের মতো পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় ৭ জন স্বেচ্ছাসেবী, ৮ জন আনসার সদস্য ছাড়াও পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবকও নিরাপত্তার কাজে সহায়তা করবেন। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে পূজামণ্ডপের সামনে কোনো বড় মেলা বসতে দেওয়া হবে না, তবে কিছু প্রয়োজনীয় দোকান থাকতে পারবে। নারায়ণগঞ্জে পূজামণ্ডপগুলোকে ঘিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ২৪ তারিখ থেকে আনসার, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন শুরু করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার, প্রশাসন এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত প্রচেষ্টায় এবার একটি সফল ও আনন্দময় পূজা অনুষ্ঠিত হবে। তিনি সবার প্রতি আহ্বান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য। তার মতে, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মন্ত্রকে সামনে রেখে এবার দুর্গাপূজা জাতি-ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন মুশিউর রহমান, পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ একতানন্দসহ জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।

RSS
Follow by Email