রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
Led05বন্দরসদর

ত্রয়োদশ সংসদ নির্বাচন: না.গঞ্জ-৫ আসনে বদল আসছে একাধিক ভোটকেন্দ্রে, যুক্ত হচ্ছে নতুন

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার ও ভোটকেন্দ্রের নতুন তথ্য প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। এই আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৫৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৬৫ জন। এখানে ৫ জন হিজড়া ভোটারও রয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য সম্বলিত সার-সংক্ষেপটি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ১৬৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২টি অস্থায়ী কেন্দ্রও রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ১৭৫টি এবং ভোটকক্ষ ছিল ১,০৮৮টি। ত্রয়োদশ নির্বাচনের খসড়া তালিকায় ভোটকক্ষের সংখ্যা ৯৩৫টি করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৪২৯টি এবং মহিলাদের জন্য ৫০৬টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ২৯টি অস্থায়ী ভোটকক্ষও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার সংখ্যা বৃদ্ধি এবং ভোটারদের সুবিধার্থে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে একটি নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর নম্বর ৯৭।

খসড়া তালিকা অনুযায়ী, দুটি ভোটকেন্দ্রের নাম ও স্থান পরিবর্তন করা হয়েছে।

শ্রমকল্যাণ কেন্দ্র (কেন্দ্র-১৯ ও ১০০): এই দুটি কেন্দ্র এখন সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে (কেন্দ্র-২ ও ৩) স্থানান্তর করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, পূর্বে ব্যবহৃত শ্রমকল্যাণ কেন্দ্রটি বর্তমানে হাসপাতালে রূপান্তরিত হয়েছে, তাই সেখানে কেন্দ্র স্থাপনের আর কোনো জায়গা নেই। এ কারণে পার্শ্ববর্তী ২১ নম্বর ওয়ার্ডের সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে দুটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ নির্বাচনী এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (১১ থেকে ১৮ এবং ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড) এবং বন্দর উপজেলা নিয়ে গঠিত। এছাড়া, ৫টি ইউনিয়ন পরিষদও রয়েছে।

RSS
Follow by Email