ত্রয়োদশ সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটকেন্দ্র ও কক্ষের নতুন তালিকা প্রকাশ
স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (সদর) আসনের ভোটার ও ভোটকেন্দ্রের নতুন তথ্য প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। নতুন সার-সংক্ষেপ অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৩২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ১৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৬৫ হাজার ৩০৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য সম্বলিত সার-সংক্ষেপটি প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৭টি। এর মধ্যে ১টি অস্থায়ী কেন্দ্রও রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২৩১টি এবং ভোটকক্ষ ছিল ১,৫৬২টি। ত্রয়োদশ নির্বাচনের খসড়া তালিকায় ভোটকক্ষের সংখ্যা ১০১৪টি করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৪৬৬টি এবং মহিলাদের জন্য ৫৪৮টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ৫৩টি অস্থায়ী ভোটকক্ষও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকাটি নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। দেওয়া তথ্য অনুযায়ী, কোনো নতুন ভোটকেন্দ্র স্থাপন, ভোটকেন্দ্র পরিবর্তন বা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কোনো প্রস্তাব নেই।