রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
Led04আড়াইহাজার

নারায়ণগঞ্জ-২ আসনে ভোটার সাড়ে ৩ লাখের বেশি, বেড়েছে ভোটকক্ষ

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ভোটার ও ভোটকেন্দ্রের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। নতুন সার-সংক্ষেপ অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৭৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৬১০ জন। এছাড়া, ৫ জন হিজড়া ভোটারও রয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য সম্বলিত সার-সংক্ষেপটি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ-২ আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৭টি। এর মধ্যে কোনো অস্থায়ী কেন্দ্র নেই। মোট ভোটকক্ষের সংখ্যাও দ্বাদশ নির্বাচনের তুলনায় বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল ৭৪১টি, যা ত্রয়োদশ নির্বাচনের খসড়া তালিকায় ৭০৬টি করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৩৫০টি এবং মহিলাদের জন্য ৩৫৬টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ৪১টি অস্থায়ী ভোটকক্ষও অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী, একটি ভোটকেন্দ্রের নাম ও স্থান পরিবর্তন করা হয়েছে। সিংহদী এম এ মোতালেব ভূঁইয়া উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৯৪): এই কেন্দ্রের দক্ষিণ পাশের ভবনটি মহিলা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এখন এই কেন্দ্রটি ৯৬ নং ইলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-৯৪)-এ স্থানান্তর করা হয়েছে। পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়েছে, পূর্বে দুটি ওয়ার্ডের (৭ ও ৮ নং) ভোটাররা এই কেন্দ্রে ভোট দিতেন। ৮নং ওয়ার্ডের ভোটারদের ২-৩ কিলোমিটার দূরে এসে ভোট দিতে কষ্ট হতো। তাই জাতীয় সংসদ নির্বাচন নীতিমালা-২০২৫ অনুযায়ী, ৮নং ওয়ার্ডের ভোটারদের সুবিধার জন্য তাদের নিকটবর্তী ইলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নতুন ভোটকেন্দ্র হিসেবে প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-২ নির্বাচনী এলাকাটি আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত। এখানে দুটি পৌরসভা রয়েছে: আড়াইহাজার ও গোপালদী। এছাড়া, ১০টি ইউনিয়ন পরিষদও রয়েছে।

RSS
Follow by Email