রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
Led03রূপগঞ্জ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: না.গঞ্জ-১ আসনে বদলে যাচ্ছে ভোটকেন্দ্র, বাড়ছে কক্ষের সংখ্যা

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ভোটার ও ভোটকেন্দ্রের নতুন তথ্য প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচন অফিস থেকে পাঠানো সার-সংক্ষেপ অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৮৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬৩৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। কোনো হিজড়া ভোটার নেই।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য সম্বলিত সার-সংক্ষেপটি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ-১ আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এর মধ্যে কোনো অস্থায়ী কেন্দ্র নেই। মোট ভোটকক্ষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল ৮১৭টি, যা ত্রয়োদশ নির্বাচনের খসড়া তালিকায় ৭৬৩টি করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৩৫৪টি এবং মহিলাদের জন্য ৪০৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ৮টি অস্থায়ী ভোটকক্ষও অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী, দুটি ভোটকেন্দ্রের নাম ও স্থান পরিবর্তন করা হয়েছে।
১. কে,এ,ডি আতলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-৮২): এই কেন্দ্রটি এখন গণ বাংলা উচ্চ বিদ্যালয়ে (কেন্দ্র-৮২) স্থানান্তর করা হয়েছে। এই পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়েছে, পুরাতন প্রাথমিক বিদ্যালয় ভবনটি পুরাতন এবং এতে কক্ষের সংখ্যা কম। একই সীমানার মধ্যে থাকা গণ বাংলা উচ্চ বিদ্যালয়ে চারটি ভবন থাকায় ভোট দিতে কোনো অসুবিধা হবে না।
২. আল আরাফাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসা (কেন্দ্র-১২৭): এই কেন্দ্রের দক্ষিণ পাশের ভবনটি এখন জনকল্যাণ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ (দ্বিতল পুরাতন ভবন) (কেন্দ্র-১২৭)-এ স্থানান্তর করা হয়েছে। মাদ্রাসায় দুটি কেন্দ্রের জন্য একটি মাত্র প্রবেশদ্বার থাকায় ভোটারদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ নির্বাচনী এলাকাটি রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে কোনো সিটি কর্পোরেশন নেই, তবে দুটি পৌরসভা রয়েছে, যার নাম তারাব ও কাঞ্চন। এ ছাড়া, ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

RSS
Follow by Email