রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
শিক্ষা

দারুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচিত আল আমিনকে জামায়াতের অভিনন্দন

লাইভ নারায়ণগঞ্জ: কাশিপুর দারুস সুন্নাহ কামিল (এমএ) মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মো. আল আমিন। রবিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে তার এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছে সদর পশ্চিম থানা জামায়াত। জামায়াতের পক্ষ থেকে তাকে একজন সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করে মাদ্রাসার উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নির্বাচনে ব্যালট নং ২ নিয়ে বিপুল পরিমাণ ভোটে জয়ী হন মো. আল আমিন। এই জয়ের পর সদর পশ্চিম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আক্তার হোসাইনসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে, তারা ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা আল আমিনকে নির্বাচিত করেছেন।

অ্যাডভোকেট আক্তার হোসাইন বলেন, “আমরা মনে করি, মাদ্রাসার অভিভাবকরা একজন সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করেছেন। আমরা বিশ্বাস করি, জনাব আল আমিন আগামীতে মাদ্রাসার শিক্ষার গুণগত মান সংরক্ষণ, সম্প্রসারণ এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে দক্ষতার সঙ্গে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”

জামায়াত নেতারা মনে করেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে সৎ ও যোগ্য লোকদের নির্বাচিত করা গেলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল হক, জাহাঙ্গীর, শামসুল হক, ওয়ালিউল্লাসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

RSS
Follow by Email