রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জের শীর্ষ তেল চোর ও হত্যা মামলার আসামি মেহেদী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: একসময় সিদ্ধিরগঞ্জের তেল চোর সিন্ডিকেটের শীর্ষ নেতা হিসেবে যার নাম বারবার উঠে আসতো, সেই আনোয়ার হোসেন মেহেদীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে যিনি দীর্ঘদিন ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে, তাকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার রাতে র‍্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ২টি হত্যা মামলা এবং ১টি হত্যা চেষ্টা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক জালিয়াতি মামলাও রয়েছে।

আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং-২৫, তারিখ- ২২/১০/২০২৪, এফআইআর নং-২৭, তারিখ- ২৭/৮/২০২৪ ও এফআইআর নং-২৫, তারিখ- ২৬/৮/২০২৪।

এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদী তার বড় ভাই বাচ্চু এবং ছোট ভাই লিটনের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেট গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপ চললেও, রাজনৈতিক ছত্রছায়ায় তারা ছিল ধরাছোঁয়ার বাইরে।

RSS
Follow by Email