এখন মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, মানুষ এখন আর ভয়ে নেই, তারা আগামী নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে শেখ হাসিনার সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আগামীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে বিজয়ী হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারমূলক এক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম এবং সফলভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এখন আমার লক্ষ্য হলো নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন বিএনপি জয়লাভ করে।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা প্রার্থী কে, তা দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক না কেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান এই দলটি গড়েছিলেন এবং পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একে সমৃদ্ধ করেছেন। বর্তমানে তাদের সুযোগ্য সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। গত ১৭ বছর ধরে বিদেশে থেকেও তিনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন।”
গিয়াসউদ্দিন বলেন, এই এলাকার মানুষ বিএনপি সৃষ্টির পর থেকেই দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন দেখিয়ে আসছে। তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা সব সময় ধানের শীষের জন্য ভোট দিয়েছেন এবং ভোট চেয়েছেন।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ও তার দম্ভ দেখানো নেতাকর্মীরা পালিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আমরা তাদের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাব।”
পথসভায় স্থানীয় নেতা-কর্মীরা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন, যারা আগামী নির্বাচনে পরিবর্তনের আশা প্রকাশ করেন।