রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
Led05ধর্মরাজনীতি

পুলিশ-র‍্যাবকে ফোন না দিয়ে আমাদের নেতাদের ফোন দিন: মাওলানা ফেরদাউসুর

লাইভ নারায়ণগঞ্জ: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের বিভিন্ন সংস্থার ওপর হতাশা প্রকাশ করে জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা প্রতিরোধ গড়ার ঘোষণা দিয়েছেন। জমিয়তের উলামায়ে ইসলামের বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, “আমরা কোনো মাদক কারবারি বা চাঁদাবাজকে ভয় পাই না। আপনারা পুলিশ বা র‍্যাবকে ফোন না দিয়ে আমাদের নেতাদের ফোন দিন, আমরা আপনাদের পাশে এসে দাঁড়াব।”

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কাশিপুর ভোলাইল আলীপাড়া মসজিদ সংলগ্ন মাঠে জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জমিয়তের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “আমরা মাদকের কারবারিদের নাম দিয়েছিলাম পুলিশ সুপার ও ওসির কাছে, কিন্তু কোনো প্রতিকার পাইনি। একাধিকবার জেলা প্রশাসককে জানানোর পরও কোনো কাজ হয়নি।” তিনি বিশ্বাস করেন, জনগণের নিজেদেরই প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারণ করতে হবে। তিনি বলেন, “যদি আমরা মহল্লাভিত্তিক ঘোষণা দেই যে আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ থাকতে পারবে না, তাহলে তারা টিকতে পারবে না।”

তিনি আরও বলেন, “আপনারা পুলিশের কাছে ফোন না দিয়ে জমিয়তের নেতাদের নাম্বার মনে রাখবেন। আপনারা আমাদের গভীর রাতেও ফোন দিলে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াব। জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে।”

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আব্বাস। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, ফতুল্লা থানা সহ-সভাপতি মুফতী আলাউদ্দিন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমান, পশ্চিম ভোলাইল জামে মসজিদের ইমাম মুফতী আবদুল আহাদ, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. শেখ হীরা ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email