মানুষ বুঝতে পেরেছে মিথ্যা দিয়ে সত্যকে দমিয়ে রাখা যায় না: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার ফতুল্লাকে জলাবদ্ধতা, কিশোর গ্যাং ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ফতুল্লা কাশিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগকালে তিনি এই প্রতিশ্রুতি দেন এবং জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মাওলানা আবদুল জব্বার তার গণসংযোগ শুরু করেন ভোলাইল, আদর্শ নগর, মিয়াপাড়া, দেওভোগ মাদ্রাসা, প্রধান বাড়ি, বাশমুলি, নূর মসজিদ সহ আশপাশের এলাকা থেকে। তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। বিগত ফ্যাসিস্ট সরকার এই আন্দোলনের কারণে আমাদের অনেক নেতাকে শহীদ করেছে। কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে যে মিথ্যা দিয়ে সত্যকে দমিয়ে রাখা যায় না।”
তিনি আরও বলেন, “যদি আল্লাহ আমাকে আপনাদের দোয়া ও সমর্থনের মাধ্যমে খেদমত করার সুযোগ দেন, তাহলে ফতুল্লা কাশিপুরের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা দূর করব। একই সাথে সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলদারিত্ব দূর করব। শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং শ্রমিকের প্রাপ্য অধিকার নিশ্চিত করব।”
গণসংযোগে মাওলানা আবদুল জব্বারের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসাইন, থানা সেক্রেটারি সাইদুর রহমান, মহানগরী ইসলামী ছাত্র শিবির নেতা বশির আহমদ, সহকারী সেক্রেটারি নাসির উল্লাহ অন্তর এবং ৭ নং ওয়ার্ড কাশিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন।