রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
সদরসাহিত্য

ধ্রুব সাহিত্য পরিষদের দুই যুগপূর্তি উদযাপিত, পুরস্কার পেলেন বিজয়ীরা

লাইভ নারায়ণগঞ্জ: বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে শেষ হলো ধ্রুব সাহিত্য পরিষদের দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকারসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রাজু। তিনি বলেন, এমন একটি সৃজনশীল আয়োজন শিল্প ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর এবং ছড়াকার আতিক হেলাল অনুষ্ঠানের উদ্বোধন করেন। মঞ্চ ও টিভি অভিনেতা মোখলেসুর রহমান তোতার প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।

ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকারের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী স্বপন, ইউনিক হসপিটালের এমডি শরীফ মো. সাইফুল আলম, রোটারিয়ান এম তাজিমুল ইসলাম, নায়ক ও কণ্ঠশিল্পী এস এ শামীম, অভিনেতা ও নাট্যকার ফজলুল হক পলাশ, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক রবিউল মাশরাফী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

RSS
Follow by Email