শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
ফতুল্লাবিনোদনসদর

না.গঞ্জে উদ্বোধন হলো বিশ্বমানের ‘রেড চপস্টিক’ ও ‘কে’স ক্যাফে’

লাইভ নারায়ণগঞ্জ: শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের ভোজনরসিকদের জন্য সুখবর নিয়ে এসেছে ‘রেড চপস্টিক’ এবং ‘কে’স ক্যাফে’। বিশ্বমানের চাইনিজ রেস্টুরেন্ট এবং কফি শপ হিসেবে এই দুটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছে। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মানুষকে আর উন্নতমানের খাবারের জন্য রাজধানীমুখী হতে হবে না। শুক্রবার রাতে কেক কেটে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. কাশেম।

নারায়ণগঞ্জ শহরের জামতলায় অবস্থিত এই নতুন প্রতিষ্ঠানটি ভোজনরসিকদের কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এখানে বিশ্বমানের চাইনিজ খাবারের পাশাপাশি পিৎজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ, এবং স্টেকসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যাবে। একই ছাদের নিচে দুটি ফ্লোরে ভিন্ন ভিন্ন পরিবেশ ও খাবারের ভিন্নতা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, ফকির নীট লিমিটেডের ডিএমডি এফ এম জামান নিয়াজ, ফকির ফ্যাশনের ডিএমডি ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, পিএইচ শিপিং লিমিটেডের চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম রাহাদ, মাহমুদুল ইসলাম রিফাত, দৈনিক যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক আবু আল মোরছালীন বাবলা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রেস্টুরেন্টে আসা ভোজনরসিকরা এর মনোরম পরিবেশ, খাবারের মান এবং স্বাদের প্রশংসা করে বলেন, “আশা করি প্রতিষ্ঠানটি তাদের মান সব সময় ধরে রাখবে।”

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসাইন এবং এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ মিজানুর রহমান জানান, তারা নারায়ণগঞ্জবাসীকে এমন মানসম্মত খাবার দিতে চান যাতে তাদের আর ঢাকা যেতে না হয়। প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ এবং পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব জানান, এই ধরনের আধুনিক রেস্টুরেন্ট নারায়ণগঞ্জে এটিই প্রথম। বিশেষ করে ব্যবসায়ীদের বিদেশি বায়ারদের নিয়ে উন্নতমানের রেস্টুরেন্টে যেতে যে সমস্যা হতো, তা দূর করতেও এটি ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

RSS
Follow by Email