না.গঞ্জের ঐতিহাসিক স্থান পরিদর্শন করলেন বিচারপতি শেখ তাহসিন আলী
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ তাহসিন আলী নারায়ণগঞ্জের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো সপরিবারে পরিদর্শন করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় বিচারপতিকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তারসহ জেলা প্রশাসন ও জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য কর্মকর্তারা।
সফরকালে বিচারপতি শেখ তাহসিন আলী প্রথমে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ দুর্গ, বিবি মরিয়মের সমাধি এবং এর পাশে থাকা মোগল আমলের তিন গম্বুজ মসজিদ পরিদর্শন করেন। এরপর তিনি বন্দর থানাধীন সোনাকান্দা দুর্গ, সুলতানি আমলের এক গম্বুজ মসজিদ এবং তার সংলগ্ন হাজী বাবা সালেহ তিন গম্বুজ মসজিদ ও তার সমাধি ঘুরে দেখেন।
এছাড়াও তিনি সোনারগাঁওয়ের পানাম নগরী এবং সমাজকর্মী হাসি আলমের বাড়ি পরিদর্শন করেন।