সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রী সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখত এবং সে কারণেই সাঁতার শিখছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁও পৌর এলাকার দৈলেরবাগে ওই ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম ইসরাত জাহান রুবাইয়া। সে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রুবাইয়া সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশের একটি বিলের পানিতে সাঁতার শিখতে গিয়েছিল। সাঁতার শেখার এক পর্যায়ে রুবাইয়া হঠাৎ করেই পানির নিচে তলিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে তার বোন চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে এবং খোঁজাখুঁজি শুরু করে। অনেক চেষ্টার পর বিকেল পৌনে ৪টার দিকে স্থানীয়রা তার নিথর দেহ উদ্ধার করে।
রুবাইয়ার বড় বোন ইভা আক্তার জানান, তার ছোট বোনের খুব ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। সেই স্বপ্ন পূরণের জন্য সে সাঁতার শেখার চেষ্টা করছিল। সাঁতার শেখার এই চেষ্টাই তার জীবনের শেষ চেষ্টা হয়ে দাঁড়াল।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।”