ইউটিউবারকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পূর্বাচলে এক ইউটিউবারকে কুপিয়ে মোটরসাইকেল ও আইফোন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে, যখন ইউটিউবার জিসান (১৮) তার বন্ধু ফয়সালকে (২২) নিয়ে মোটরসাইকেলে করে পূর্বাচলের ৩০০ ফিট গোলচত্বর এলাকায় ঘুরতে যান। পরবর্তীতে, রাত ২টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় তিন দুষ্কৃতিকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে জিসানকে কুপিয়ে তার হাতে গুরুতর জখম করে। বন্ধু ফয়সাল বাধা দিলে তাকেও মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপানো হয়। এরপর তারা জিসানের আইফোন-১৫ প্রো ম্যাক্স মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে ৩০০ ফিটের দিকে পালিয়ে যায়।
ভুক্তভোগী জিসান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় পুলিশ ভুক্তভোগীদের আরেকটি মোটরসাইকেল এবং ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে জিসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রযুক্তি ব্যবহার ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জড়িতদের অবস্থান শনাক্ত করেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর থানা এলাকার বরেন্ডা থেকে পুলিশ অভিযান চালিয়ে ইমতিয়াজ ওরফে লিমন (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন তার সঙ্গে আরও দুজনের জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজারের বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়া, ২০ সেপ্টেম্বর মূল ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করা হয়।
আটককৃত আসামী আরও জানায় যে, তারা রূপগঞ্জের ৩০০ ফিট রোড ও ঢাকা-সিলেট হাইওয়ে রোডে দামী মোটরসাইকেল এবং নারী আরোহীসহ রাইডারদের টার্গেট করে। তারা অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।