শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি আটক, ১ কেজি গাঁজা জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গুলজার হোসেনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। আটককৃত গুলজারের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম রেজার নেতৃত্বে একটি দল মিজমিজি এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে গুলজারকে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। তল্লাশির সময় তার হাতে থাকা একটি লাল শপিং ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলজার হোসেন স্বীকার করেছেন যে তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকেন।

ওসি আরও বলেন, গুলজার একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকসহ অন্যান্য অপরাধের একাধিক মামলা চলমান রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

RSS
Follow by Email