শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led04ফতুল্লা

সৎ বাবার ধর্ষণ, সহযোগিতার অভিযোগে মাকেও আটক করেছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: এক মাসের বেশি সময় ধরে চলা পাশবিক নির্যাতনের শিকার হলো ১৩ বছরের এক কিশোরী। এই নির্যাতনের মূল হোতা ছিল তার সৎ বাবা, আর এতে সহায়তা করেছে তারই গর্ভধারিণী মা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফতুল্লায় বাংলাবাজার এলাকায় বিকেলে এই নির্মম ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন এলাকার লোকজন অভিযুক্ত দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে ওই দম্পতি কাশীপুর বাংলাবাজার এলাকায় বাসা ভাড়া নেয়। শুক্রবার দুপুরে বাড়ির ভাড়া নিতে এসে বাড়িওয়ালার ছেলে দেখতে পান, কিশোরীটি কান্নাকাটি করছে। কান্নার কারণ জানতে চাইলে মেয়েটি জানায় যে তার সৎ বাবা তাকে প্রতিদিন ধর্ষণ করে এবং এই কাজে তার মা-ও সহযোগিতা করে।

বাড়িওয়ালার ছেলে দ্রুত বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এরপর স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত সাহা ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কথা বলেন এবং তার অভিযোগের ভিত্তিতে সৎ বাবা ও মাকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী কিশোরী ধর্ষণের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

RSS
Follow by Email