শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led05সোনারগাঁ

ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়া, ছোট ভাই খুন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে তুচ্ছ পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে।

নিহত ব্যক্তির নাম ওমর ফারুক খোকা (৩০)। তিনি একজন সিএনজি চালক ছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই আক্তার হোসেন (৪০) পলাতক রয়েছেন।

নিহতের বোন আরিফা আক্তার জানান, তাদের বাবা মারা যাওয়ার পর দুই ভাই আলাদা বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সকালে বাড়ির একটি ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র ঝগড়ায় রূপ নেয়। উত্তেজনার মুহূর্তে বড় ভাই আক্তার হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে এসে ছোট ভাই খোকার সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে সেই ছুরিটি খোকার বুকে বিঁধে যায়। গুরুতর আহত অবস্থায় খোকা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-খ সার্কেলের এসপি আসিফ ইমাম এবং সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।”

RSS
Follow by Email