শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
রাজনীতিসোনারগাঁ

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই সমান: ড. ইকবাল

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ থাকবে না, সবাই সমান অধিকার নিয়ে এদেশের নাগরিক হিসেবে বসবাস করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ পৌর এলাকার আমিনপুর সার্বজনীন পূজা মণ্ডপ, ঋষিপাড়া পূজা মণ্ডপ এবং সোনারগাঁ গৌর নিতাই পূজা মণ্ডপ পরিদর্শন করেন ড. ইকবাল। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

একইসঙ্গে তিনি তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, “গত ৫ আগস্টের পর সোনারগাঁয়ের ওসি এবং ইউএনও আমার কাছে পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়েছিলেন। আমি তাদের স্পষ্ট করে বলেছিলাম, পূজা মণ্ডপ এবং মন্দিরের নিরাপত্তার জন্য অন্য কোনো দল বা ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই। তারা আমাদের ভাই-বোন, এদেশের নাগরিক। তাদের পূজা মণ্ডপ ও মন্দির সম্পূর্ণ অক্ষত থাকবে।”

তিনি বলেন, “দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে দেশ এবং দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোনোদিন এ ধরনের কাজের সাথে জড়িত ছিল না।”

গণসংযোগকালে ড. ইকবাল বলেন, “আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।” তিনি নিজেকে মানুষের নেতা নয়, বরং মানুষের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “সোনারগাঁয়ের কোনো নাগরিকের উপর অন্যায়ভাবে জুলুম বা অত্যাচার করা হলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। স্বৈরাচারী কায়দায় ভোটকেন্দ্র দখল করার কোনো সুযোগ দেওয়া হবে না।”

ড. ইকবাল তার গণসংযোগকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আশা করি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, পৌরসভা সহসভাপতি মেহেদী হাসান এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

RSS
Follow by Email