শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led02বন্দর

বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন, অল্পের জন্য রক্ষা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) ১৯নং ওয়ার্ডের বন্দর মদনগঞ্জ এলাকায় অবস্থিত বসুন্ধরা সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কারখানার একটি অংশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে আমাদের কর্মীরা পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা অনুযায়ী, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।”

ফায়ার সার্ভিস কর্মকর্তারা কারখানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

RSS
Follow by Email