শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
ধর্ম

ইসলামের দাওয়াত ছাড়া দ্বীন প্রতিষ্ঠা সম্ভব নয়: মুহাম্মাদ আলী

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় গণ দাওয়াতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আলী। তিনি বলেন, ইসলামের দাওয়াত ছাড়া দ্বীন প্রতিষ্ঠা সম্ভব নয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত “দাঈ সেমিনার-২০২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইসিএবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের সভাপতিত্ব করেন সংগঠনের দাওয়াহ্ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম। সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে দাওয়াতের গুরুত্ব তুলে ধরে বলেন, “দাওয়াত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াত ছাড়া ইসলামের আগমন ঘটেনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার জীবনের একটি উল্লেখযোগ্য সময় দাওয়াতি কাজে ব্যয় করেছেন।”

তিনি পবিত্র কুরআনের সূরা হামীম সিজদাহ-এর ৩৩ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, “ঐ ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদেরই একজন।” তিনি আরও বলেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় দাওয়াতের ভূমিকা অপরিসীম। তাই ইসলামের সুমহান আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে গণ দাওয়াতের বিকল্প নেই।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাঈদ মাহমুদ সোহাগ এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম। এছাড়াও সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দাঈবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে ইসলামী ছাত্র আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

RSS
Follow by Email